logo
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৬
কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ হাজার গাছের চারা বিতরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ হাজার গাছের চারা বিতরণ

“একটি গাছ, একটি শিশু, ফুলে-ফসলে ভরপুর কাহালু” এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরের ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উক্ত গাছের চারা বিতরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। 

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, লোহাজাল দাখিল মাদ্রাসার সুপার এবিএম আবু হাসান দেওয়ান, বিনোদ কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র, শিলকওঁর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল প্রমুখ।