logo
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৮
গাজায় স্কুলে হামলায় জাতিসংঘের ৬ কর্মীসহ নিহত ১৮
অনলাইন ডেস্ক

গাজায় স্কুলে হামলায় জাতিসংঘের ৬ কর্মীসহ নিহত ১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে জাতিসংঘের ৬ কর্মীসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘ-পরিচালিত আল-জাউনি স্কুলে গতকাল বুধবার বোমা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। স্কুলটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কর্তৃপক্ষের মতে, স্কুলটি ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছিল। 

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নুসিরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলকে লক্ষ্য করে হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, নিহতদের মধ্যে ছয়জন ইউএনআরডব্লিউএ কর্মী। জাতিসংঘের সংস্থাটি বলছে, গাজায় গত ১১ মাস ধরে চলা যুদ্ধে এটি একদিনে তাদের কর্মীদের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

গাজার মিডিয়া অফিস বলেছে, ১১ মাসের ধরে চলা যুদ্ধে নুসিরাত শরণার্থী শিবিরে এটি ইসরায়েলি সেনাবাহিনীর ৪৭তম গণহত্যামূলক হামলা। নুসিরাত শরণার্থী শিবিরে আড়াই লাখেরও বেশি মানুষ বাস করে। যুদ্ধ শুরুর পর থেকে এলাকাটির ১৮টিরও বেশি স্কুল ও আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলা হয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়েছে, ইসরায়েল গাজার বিরুদ্ধে তার আক্রমণের মধ্যে স্কুল, হাসপাতাল এবং উপাসনালয়সহ বেসামরিক অবকাঠামাগুলোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে। আন্তর্জাতিক আইন অনুসারে, এ ধরনের অবকাঠামোয় হামলা যুদ্ধাপরাধ হতে পারে।

গত মাসে, গাজা শহরের আল-তাবাঈন স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছিল। 

অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে।

১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৪১ হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।