বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) রক্তদান সংস্থার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিলনমেলার আয়োজন করা হয়। শহরের পার্বতীপুর রোডস্থ ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন” শ্লোগানকে সামনে রেখে ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা এস এম মামুন অর রশিদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, আমেরিকান প্রবাসী মো. মাজহারুল ইসলাম, ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তহিদুর রহমান তৌহিদ, শাপলা মেটালিকের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল সরকার, সমাজসেবক ফিরোজ আহম্মেদ, জাগ্রত যুব সমাজের উপদেষ্টা সোহরাব হোসেন বাবু।
শহরের বিশিষ্ট সমাজসেবক মো. রবিউল আউয়াল রবির সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ডা. মো. দেলোয়ার হোসেন, ড. হোসেন তাহমিদ ইমাম (মুক্তা), মো. শরিফুল ইসলাম, মমিনুর রহমান মমিন, সাংবাদিক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেল ও উপজেলার পাঁচ শতাধিক স্বেচ্ছসেবী উপস্থিত ছিলেন। এর আগে সকালে স্বেচ্ছাসেবী মিলন মেলাকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।