logo
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩৬
বাংলাদেশ শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখার কমিটি গঠন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি সভাপতি আবু সালেহ সরকার ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ের সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

পার্বতীপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান ও উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম সেলিম।

বাংলাদেশ শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন  সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ ফিরোজ,কোষাদক্ষ মোহাম্মদ আমিনুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সাকুর হোসেন,সহ-সাধারণ সম্পাদক কাজী সাজেদুর রহমান প্রমূখ।