logo
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৫
সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ)
সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি

 সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ)

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ)। 

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে বেসরকারি বিশ^বিদ্যালয় আইন -২০১০ এর ধারা ৩৩(১) অনুযায়ী তাকে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ প্রদান করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ^বিদ্যালয় -১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে ওই নিয়োগ দেয়া হয়। তিনি ( লে. কর্ণেল ড. শামীম রেজা) আগামী চার বছর বিশ^বিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় তাঁর ওই নিয়োগ বাতিল করতে পারবেন। 

সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ^বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ট্রেজারার লে. কর্ণেল ড. শামীম রেজা (অবঃ) গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) কর্মস্থলে যোগদান করেছেন বলে বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।