logo
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৭
দু:স্থ ও এতিম শিশুকে সহায়তা প্রদান
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

দু:স্থ ও এতিম শিশুকে সহায়তা প্রদান

একমুঠো ভাত আর ঔষধের টাকা জোগারের আশায় ১০ বছরের নাতনির ঘারে ভর করে রাস্তায় রাস্তায় ঘুড়ছেন সাপাহার উপজেলার আমডাঙ্গা গ্রামের ৯৭ বছর বয়সী এই পৌঢ় চিকিৎসার অভাবে আজ অন্ধ এবং সাথে সাথে প্যারালাইসড। 

“মোর কপালে এতো কষ্ট, এইতো মোর জীবন বাপ” শিরোনামে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় একটি অলাভজনক সংস্থা ব্লেসিংস সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

“ছোট ছোট দান,আনে খুশি অফুরান” এই মর্মে “ব্লেসিংস” অসহায় দুস্থ্য বৃদ্ধ হারেজ উদ্দীন(৯৭) এর পাশে দাঁড়ায়। সাথে সাখে এই সংস্থার মাধ্যমে প্রতিবন্ধী এতিম শিশু রনি মুরমু(৯)কে শুভেচ্ছা উপহার হিসেবে নতুন কাপড় ও সামগ্রী ও ৩টি অসচ্ছল পরিবারে ১টি করে ছাগল উপহার দেয়া হয়।

শনিবার(২৮সেপ্টেম্বর) সকাল ১০টায় হারেজ উদ্দীনের ৪ সদস্যের পরিবারকে প্রায় ১মাসের মতো চলার জন্য চাল,মসুরডাল,শুকনাঝাল,শরিষা ও সোয়াবিন তেল, ডিম,আলু,মুড়ি,বিস্কুটসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়। 

ব্লেসিংস সাপাহার এর পরিচালক শাফিনাজ চৌধুরী জানান,যতদিন বেঁচে আছি এভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই, সেই সাথে মাধ্যম গুলোকে ধন্যবাদ জানিয়েছেন এমন প্রতিবেদন তুলে ধরার জন্য।