logo
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫৬
ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে সুশীল: সাপোটিং দ্যা ইউনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস(সিএসওস) আপহোল্ড রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি,এন্ড রুল অব ল ইন বাংলাদেশ এর ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র আয়োজনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন’র সহযোগিতায় শনিবার (২৮সেপ্টেম্বর) বেলা ১১টায় সাপাহার প্রেসক্লাবে সাংবাদিক তছলিম উদ্দীনের সভাপতিত্বে ত্রৈমাসিক হাব সভার আলোচনা শেষে ৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। 

কমিটিতে সভাপতি হিসেবে রানি এনজিও’র প্রধান নির্বাহী পরিচালক ফজলুল হক খান, সম্পাদক তছলিম উদ্দীন কালেরকন্ঠ সাপাহার, পোরশা ও নিয়ামতপুর প্রতিনিধি, কোষাধ্যক্ষ জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর’র অজিত মোন্ডা ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিও-সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী শামসুল হক, এসময় উপস্থিত ছিলেন নিশান’র পরিচালক মাহিদুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সুমন হোসেন,যায়যায় দিনের সিনিয়র রিপোর্টার বাবুল আকতার,কালবেলা প্রতিনিধি প্রদীপ সাহাসহ ১৬টি সিএসওস’র প্রধান ও প্রতিনিধিবৃন্দ।