logo
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৪
পার্বতীপুরে তেলের লরির ধাক্কায় সবজি বিক্রেতা নিহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে তেলের লরির ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজারে সবজি বিক্রেতা মহির উদ্দিন (৭০) তেলের লরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই দূর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলের লোকজন ঘাতক লরিটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেল্পার পালিয়ে যায়।

জানা গেছে,নিহত মহির উদ্দিন উপজেলার মনমথপুর জামতলীর (হাজীপাড়ার) মৃত টগর প্রামাণিকের পুত্র। এই বৃদ্ধ বয়সেও তিনি সকালে সবজি ক্রয় করে বিকেলে তা বিক্রি করে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারকে চালিয়েছেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। প্রতিদিনের ন্যায় তিনি আজো সবজি ক্রয় করার উদ্দেশ্যে  বাড়ী থেকে বের হলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের এমন এক উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি আজ দিশেহারা।

পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে পার্বতীপুরে আসছিল (ঢাকা মেট্রো-১১-৯৬২৬) নম্বরের তেলের একটি খালি লরি। ঘটনাস্থলে লরিটির সামনের চাকা বাস্ট হলে ঘটে এই দুর্ঘটনা। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় গাড়িটি আটক করা গেলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে।