logo
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:১৬
বগুড়ায় লাউ চাষ করে লাভবান কৃষক
সুমনা লিমা

বগুড়ায় লাউ চাষ করে লাভবান কৃষক

সবজি উৎপাদনের অন্যতম জেলা বগুড়ায় এ বছর গ্রীষ্মকালীন লাউ উৎপাদন করে কৃষকরা লাভবান হয়েছে। শুরু থেকেই লাউয়ের দাম অনেক চড়া। বর্তমানে প্রতি পিস লাউ জমি থেকে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। 

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় এ বছর গ্রীষ্মকালীন সবজির ল্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার হেক্টর জমি। সেখানে ২ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে আশা করছেন তারা। যদিও গ্রীষ্মকালীন সবজির চাষ ক্রমেই কমে আসছে। কারণ খুব শিগগিরই কৃষক আবার শীতকালীন সবজি চাষে ঝুঁকে পড়বে। 

কৃষক রতন প্রামাণিক জানালেন, ১০ শতক জমিতে লাউয়ের আবাদ করে ইতোমধ্যে ৮ হাজার টাকা লাভ করেছেন। আরও লাভ করতে পারবেন বলে আশা করছেন তিনি। সুস্বাদু এই সবজি সাধারণ মানুষের খুব প্রিয় বলে দাম সবসময় একটু বাড়তি থাকে।