logo
আপডেট : ১ অক্টোবর, ২০২৪ ১৫:০৫
শিবগঞ্জ পৌরসভায় নিরাপদ পানি স্যানিটেশন বিষয়ে সচেতনার লক্ষ্যে আলোচনা সভা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জ পৌরসভায় নিরাপদ পানি স্যানিটেশন বিষয়ে সচেতনার লক্ষ্যে আলোচনা সভা

মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পৌরসভার সভাকক্ষে টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটির আহব্বানে বাংলাদেশের ৩০ টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কমিউনিটি মোবিলাইজেশন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক তাসনিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এ সময় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্ত গোলাম রব্বানী, জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন, পি এস আইডি প্রতিনিধি ঢাকা হাফিজা বেগম, হাসান মাহমুদ সৃজন, পৌর প্রকৌশলী রাশেদ হাসেম, পৌর অফিস সহায়ক বদিউজ্জামান, শ্রী শ্যামল   মোদক, সাবেক পৌর কাউন্সিলর এসএম তাজুল ইসলাম প্রমুখ।