ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট এ্যাকশন -২০২৪ প্রতিযোগিতা আগামী ১৯ অক্টোবর ২০২৪ (শনিবার) নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোনাল ভেন্যু হিসেবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংগ্রহন করতে পারবে। গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লীডারশিপ সেন্টার (জিআইএলসি) এবং জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ারসেকেন্ডারি চারটি ক্যাটাগরিতে ছয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নার্সারী হতে ২য় শ্রেণি অৎঃ ঈড়সঢ়বঃরঃরড়হ এবং ৩য় হতে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা ব্যক্তিগত বা দলগতভাবে সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। উল্লেখ্য, জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
এবারে এ প্রতিযোগিতায় জোনাল কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. সোহেল রানা। আগামী ৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য রেজিষ্ট্রেশন করা যাবে।
রেজিষ্ট্রেশন করুন: https://gilcs.org//ncca/2024, হটলাইন: ০১৩১০-৮০৯০৪৮.
কো-অর্ডিনেটর:০১৭১৭-১৩৮৯৪১।