আপডেট : ৩ অক্টোবর, ২০২৪ ১৪:৪২
আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (২ অক্টোবর) বুধবার সকাল ১১ টায় আত্রাই থানা চত্বরে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি(তদন্ত) মোঃ লুৎফর রহমান,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলা শাখার সভাপতি শ্রী বরুণ কুমার সরকার,সাধারণ সম্পাদক বাবু সনৎ কুমার প্রামানিক,হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দও, সাধারণ সম্পাদক শ্যামল কুমার,বুড়িমাতা পূজা মন্দির কমিটির সভাপতি উত্তম,তিলা বাদুড়ী পূজা মন্দির কমিটির সভাপতি ভবেষ চন্দ্র সাহা,আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার উত্তাল মাহমুদ,আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার প্রমুখ।