সবশেষ ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর চার আসরে অংশ নিয়েও কোনো জয়ের দেখা পায়নি মেয়েরা। অবশেষে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটলো। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পেল কাঙ্ক্ষিত সেই জয়। আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় শারজাহতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছেন জ্যোতি-নাহিদারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৯ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে স্কটিশ মেয়েরা।
অবশ্য ব্যাটিংটা প্রত্যাশিত না হওয়ায় হেরেছে স্কটল্যান্ডের মেয়েরা। তারা ৭০ রান তুলতেই হারায় ৫ উইকেট। শতরানের আগে হারায় আরও ২টি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ পর্যন্ত যেতে পারে। হার মানে ১৬ রানে। তবে দল দুটির মুখোমুখি লড়াইয়ে এবারই সর্বোচ্চ ২২২ রান হলো।
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন স্কটল্যান্ডের সারাহ ব্রাইস। ইনিংসের গোড়াপত্তন করতে এসে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৫২ বল খেলে ১ চারে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। সারাহ ছাড়া ক্যাথরিন ব্রাইস ১১ ও আলিসা লিস্টার ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। তাতে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়টিও পাওয়া হয়নি স্কটল্যান্ডের। পাঁচবার বাংলাদেশের মুখোমুখিতে সবকটিতে হার মানলো তারা।
বল হাতে বাংলাদেশের রিতু মনি ৪ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান।
তার আগে ব্যাট করতে নেমে ২৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১ চারে ১২ রান করে ফিরেন মুর্শিদা খাতুন। এরপর সাথী রানী ও সোবহানা মোস্তারি দলীয় সংগ্রহকে ৬৮ পর্যন্ত নিয়ে যান। এই রানে সাথী ফিরেন ৩২ বলে ৩ চারে ২৯ রান করে।
নতুন ব্যাটার তাজ নেহার কোনো রান না করেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ৮৬ রানের মাথায় সোবহানা মোস্তারিও বিদায় নেন। ৩৮ বলে ২ চারে সর্বোচ্চ ৩৬ রান করেন তিনি। ১০০ রানে যাওয়ার আগেই বাংলাদেশ হারায় ৫ উইকেট। ৯৭ রানের মাথায় শর্না আক্তার আউট হন ব্যক্তিগত ৫ রানে। ১০৩ রানের সময় রিতু মনিও ৫ রান করে ফেরেন। জ্যোতি মেরে খেললেও শেষ ওভারে আউট হন ১৮ বলে ১৮ করে। ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ২ চারে ১০ রানে। তাতে বাংলাদেশের রান ১১৯ পর্যন্ত যায়।
বল হাতে স্কটল্যান্ডের সেরা ছিলেন সাসকিয়া হরলে। ২ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। ১টি করে উইকেট নেন ক্যাথরিন ব্রাইস, অলিভিয়া বেল ও ক্যাথরিন ফ্রেজার।
শনিবার ‘বি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরপর ১০ অক্টোবর তৃতীয় ম্যাচে লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ১২ অক্টোবর শেষ ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েরা।