logo
আপডেট : ৩ অক্টোবর, ২০২৪ ২৩:৩২
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন থেকে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।

ছত্র-জনতার গআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান। এখনও তিনি সেখানেই অবস্থান করছেন। তার পালিয়ে যাওয়ার পর একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়। আজ তিনি কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।