দিনাজপুরের পার্বতীপুরে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে পার্বতীপুর আদর্শ কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে পার্বতীপুরস্হ সকল দূর্গোৎসব আয়োজক কমিটি।
আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুরের হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৈলাশ প্রসাদ সোনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির উপজেলা সভাপতি এ জেডএম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক, সাবেক পৌরসভার কাউন্সিলর মানজুর রশিদ,জাহাঙ্গীর আলম, সোহেল মারুফ স্বপন,রবিউল ইসলাম বাবু, পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপঙ্কর সাহা,সাধারণ সম্পাদক অধ্যক্ষ দীপেশ চন্দ্র রায়। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার দশটি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকগন।