বগুড়ার শিবগঞ্জে বাড়ীর ছাদ ঢালাই নির্মাণ কাজ করার সময় ছাদ ধ্বসে হারুন-অর রশিদ (৫৫) নামের রাজমিস্ত্রির মর্মান্তিক ভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকামতলা ইউনিয়নের গনেশপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত জামান সরকারের বাড়ীর ছাদ ঢালাই নির্মাণ কাজ করার সময় ছাদ ধ্বসে দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামের আঃ ছাত্তারের ছেলে রাজমিস্ত্রি হারুন-অর রশিদ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
এব্যাপারে রাজমিস্ত্রির বড় ভাই আবু তাহের বলেন আমার ভাই দীর্ঘদিন যাবত রাজমিস্ত্রি কাজের সঙ্গে জড়িত। হঠাৎ করে ছাদ ধ্বসে পড়ার কারনে এ দূর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।