নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পলাশবাড়ি চাঁচাইবাড়ি কামিল মাদ্রাসা প্রাঙ্গনে গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী।
গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সিনিয়র সহসভাপতি সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। সভায় উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল শাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক এহিয়া শাহ্ মাতিয়া, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামাল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।