logo
আপডেট : ৭ অক্টোবর, ২০২৪ ১৪:২১
সংগীতশিল্পী আদনান সামির মা মারা গেছেন
অনলাইন ডেস্ক

সংগীতশিল্পী আদনান সামির মা মারা গেছেন

জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরীন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার (৭ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আদনান সামি।

মায়ের একটি ছবি পোস্ট করে আদনান সামি লেখেন, ‘সীমাহীন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মা বেগম নওরীন সামি খান মারা গেছেন। আকস্মিক এ ঘটনায় আমরা ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছি।’

মায়ের জন্য দোয়া চেয়ে আদনান সামি লেখেন, ‘অসম্ভব রকমের একজন ভদ্র মানুষ ছিলেন আমাদের মা। তিনি যার সংস্পর্শে যেতেন, তার সঙ্গে আনন্দ ও ভালোবাসা ভাগ করে নিতেন। আমরা তাকে খুব মিস করব। তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।’

কবে, কখন, কেন মারা গেছেন বেগম নওরীন খান, সে বিষয়ে কোনো তথ্য জানাননি আদনান সামি।

আদনান সামির মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর এ গায়কের পোস্টে মন্তব্য তার ভক্ত-অনুরাগী ও শোবিজ অঙ্গনের তারকারাও শোক প্রকাশ করেছেন। ভারতীয় অভিনেত্রী মিনি মাথুর লেখেন, ‘আপনার এই ক্ষতির জন্য দুঃখিত প্রিয় আদনান, রোয়া এবং মেদিনা। এই শোক কাটিয়ে উঠুন।’ গায়ক রাঘব লেখেন, ‘আপনার প্রতি ভালোবাসা।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।