logo
আপডেট : ৭ অক্টোবর, ২০২৪ ১৪:৪৭
পার্বতীপুরে অভিভাবক দিবস পালিত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে অভিভাবক দিবস পালিত

দিনাজপুরের পার্বতীপুরে অভিভাবক দিবস পালিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অভিভাবক দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অভিভাবক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আহছান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান,পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়। সঞ্চালনায় ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক পবন কুমার রায়।

অনুষ্ঠানে বিভিন্ন স্হরের অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।