logo
আপডেট : ৭ অক্টোবর, ২০২৪ ১৪:৪৯
পার্বতীপুরে মহানবী (সাঃ) এর নামে কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে মহানবী (সাঃ) এর নামে কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরের পার্বতীপুরে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বাদ যোহর এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে,ভারতে রাসুলুল্লাহ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রাম গিড়ি মহারাজ এবং তাকে সমর্থন কারী বিজেপি সংসদ নিতেষ নারায়ণ রায়কে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে হাবড়া ইউনিয়ন ইমাম সমিতি।  হাবড়া ইউনিয়ন ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে বাদ যোহর শুরু হয় এবং সুদুর ডাঙ্গা দাখিল মাদরাসা হয়ে চৌরাস্তা বাজারের এসে শেষ হয়। 

এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন হাবড়া  ইউনিয়ন ইমাম সমিতির  সভাপতি মাওলানা আবু হায়াত,ইমাম সমিতর সভাপতি মাওলানা  মুফতি আব্দুল মতিন,উপদেষ্টা কমিটির সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, সহ-সভাপতি হাফেজ মোঃ মাজহারুল ইসলাম,  সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মেজবাহুল আলম,সহ-সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আসাদুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ শাহিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ৬৫ টি  মসজিদের ইমাম,৮ টি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগন সহ হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।