logo
আপডেট : ৭ অক্টোবর, ২০২৪ ১৫:০০
শাজাহানপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। 
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রদণি শেষে সভা কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহ্সিয়া তাবাসসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম,মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাহাবুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,মাধ্যমিক শিা অফিসার মাহবুবুল হোসেন, প্রাথমিক শিা অফিসার শামীম ইকবাল সহ ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী,ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।