“একটি গাছ একটি শিশু, ফুলে-ফসলে ভরপুর কাহালু” এই শ্লোগান নিয়ে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে চারাগাছ বিতরণ ও রোপন চলমান।
এরই ধারাবাহিকতায় গত শনিবার কাহালুর ভাগদুবড়া আশ্রয়ন প্রকল্পের পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ মো. আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম সহ আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীবৃন্দ। চারাগাছ রোপনের পর আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে চলমান বিবাদ নিরাসন করে দেন তিনি। পরে তিনি পানি নিস্কাশনে চলমান নয়নজুলি খননের কাজ পরিদর্শন করেন।