logo
আপডেট : ৮ অক্টোবর, ২০২৪ ১২:৫২
সৈয়দপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে সাংবাদিক মিজানুর রহমান মিলনের একটি মোটরসাইকেল চুরি গেছে। গতকাল সোমবার  (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ওই মোটরসাইকেলটি চুরি যায়। এ ঘটনার দুইদিন আগে গত ৩ অক্টোবর দুপুরে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি কলেজ চত্বর থেকে এক শিক্ষকের একটি মোটরসাইকেল চুরি যায়। 

জানা গেছে,  ঘটনার দিন গতকাল সোমবার দৈনিক দিনকাল ও প্রতিদিনের বার্তা পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক সাফজবাব পত্রিকার বার্তা সম্পাদক মিজানুর রহমান মিলন তাঁর পেশাগত কাজে উপজেলা পরিষদ কার্যালয়ে যান। তিনি (সাংবাদিক) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে তাঁর ব্যবহৃত লাল রঙের সিটি বাজাজ ১০০ সিসি’র মোটরসাইকেলটি উপজেলা পরিষদ কার্যালয়ের  নিচের রেখে দ্বিতীয় তলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরে যান। এরপর আনুমানিক ১৫ মিনিট পওে তিনি  সেখান থেকে বের হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের নিচতলায় এসে দেখে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি রক্ষিত স্থানে নেই। এরপর অনেক খোঁজাখুঁজির পরও আর সাংবাদিকের চুরি যাওয়া মোটরসাইকেলটির কোন হদিস মিলেনি।

সাংবাদিক মিজানুর রহমান মিলন জানান, তাঁর মোটরসাইকেল চুরির বিষয়টি তৎক্ষণাৎ সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে সাংবাদিকের একটি মোটরসাইকেল চুরি বিষয়টি আমাকে মৌখিকভাবে অবগত করা হয়েছে।

এদিকে, উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে একজন আনসার সদস্য কর্তব্যরত থাকা অবস্থায়  দিনেদুপুরে এভাবে  দিনেদুপুওে মোটরসাইকেল চুরির ঘটনায় সকলেই হতবাক বনে গেছেন।  উপজেলা পরিষদ কার্যালয়ের মতো ব্যস্ততম এলাকার থেকে মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা - কর্মচারীসহ সেবা নিতে আসা মানুষেরা চরম শঙ্কিত হয়ে পড়েছেন।