logo
আপডেট : ৮ অক্টোবর, ২০২৪ ১৩:৩৫
ধ্বংসের ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে হামাস: খালেদ মেশাল
অনলাইন ডেস্ক

ধ্বংসের ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে হামাস: খালেদ মেশাল

হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠীটি ইসরায়েলের সাথে এক বছরের যুদ্ধে ব্যাপক ক্ষতি সত্ত্বেও ধ্বংসের ছাই থেকে ‘ফিনিক্স পাখির মতো’ পুনরায় উঠে দাঁড়াবে। হামাস এখনো যোদ্ধা নিয়োগ ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে। 

সোমবার (৭ অক্টোবর) গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন খালেদ মেশাল।

হামাসের সিনিয়র এই নেতা বলেন, ফিলিস্তিনি ইতিহাস বেশ কয়েকটি চক্র নিয়ে গঠিত। আমরা এক একটি পর্যায় দিয়ে যাই যেখানে আমরা শহিদদের (আক্রমণের শিকার) হারাই এবং সামরিক সক্ষমতার কিছু অংশ হারাই। কিন্তু তারপর ফিলিস্তিনি চেতনা ফিনিক্স পাখির মতো পুনরায় উজ্জীবিত হয়। ।

১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসের সর্বোচ্চ নেতা ছিলেন খালেদ মেশাল। ১৯৯৭ সালে ইসরায়েল তাকে হত্যার একটি প্রচেষ্টা চালালেও বেঁচে যান তিনি। তাকে বিষ দিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল।

মেশাল জানান, হামাস যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালাতে এখনও সক্ষম। গাজা যুদ্ধের এক বছর পূর্তির দিন সোমবার সকালে ইসরায়েলে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস। যদিও এর সবগুলো ঠেকিয়ে দেয় ইসরায়েল।

তিনি বলেন, আমরা আমাদের গোলাবারুদ ও অস্ত্রের একটি অংশ হারিয়েছি। তবে হামাস এখনো তরুণদের নিয়োগ করছে এবং গোলাবারুদ ও অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করা অব্যাহত রেখেছে।

মেশাল হামাস দলে এখনও প্রভাবশালী রয়েছেন। কারণ প্রায় দশক ধরে তিনি দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তাকে হামাসের কূটনৈতিক মুখপাত্র হিসেবে দেখা হয়।

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, খালেদ মেশালের বক্তব্য একটি আভাস হিসেবে মনে হচ্ছে যে, যত ক্ষতিই হোক না কেন ফিলিস্তিনি গোষ্ঠীটি লড়াই চালিয়ে যাবে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের পরিচালক জোস্ট আর হিল্টারম্যান বলেন, সামগ্রিকভাবে আমি বলব (হামাস) বেঁচে আছে এবং এখনও আঘাত করছে। সম্ভবত গাজায় কোনো এক সময়ে আবার ফিরে আসবে।’ 

ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বের প্রতিবাদে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, টানা এক বছরের যুদ্ধে গাজা উপত্যকা প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

খালেদ মেশাল বলেন, ইসরায়েলে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তিনি শান্তির কোনো সম্ভাবনা দেখছেন না। 

হামাসের সাবেক এই প্রধান বলেন, যতদিন (ইসরায়েলের) দখলদারিত্ব বিদ্যমান থাকবে, ততদিন এই অঞ্চলটি একটি টিকিং টাইম বোমা হিসেবে থাকবে।