দিনাজপুরের পার্বতীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) পার্বতীপুর পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
জানা গেছে, পার্বতীপুরে ৫১ তম জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পৌর স্টেডিয়ামে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে সনদ ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান,একাডেমিক সুপারভাইজার বিভাষ চন্দ্র বর্মন ও প্রোগ্রামার শাহিনুর ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবু সালেহ ও সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।