logo
আপডেট : ৯ অক্টোবর, ২০২৪ ১৫:০৩
পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএসএম মোশতাক আহমেদ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএসএম মোশতাক আহমেদ

দিনাজপুরের পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন এ এস এম মোশতাক আহমেদ। তিনি একই কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিক ভাবে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন। 

জানা গেছে,কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের যোগদান উপলক্ষে পার্বতীপুর মন্মথপুর আইডিয়াল কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে  বক্তব্য রাখেন কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম মোশতাক আহমেদসহ কলেজের শিক্ষক ও  শিক্ষার্থীরা। কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।