"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতি পাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা এই মহড়া প্রদর্শন করেন। বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন পার্বতীপুর আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম,পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হেমায়েল কবির প্রমুখ।