সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলে বগুড়ার আদমদীঘি পুজা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করা হয়েছে।
গত বৃহস্পতিবার-শুক্রবার সারাদিন উপজেলার বিভিন্ন পুজা মন্ডবে গিয়ে মন্ডবগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
পূজা মন্ডব পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সহ-সভাপতি এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক অলক কুমার মোহন্ত, নিপেন কুমার সরকার সহ পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ। এবারে আদমদীঘি উপজেলায় ৬৩ টি পুজা মন্ডবে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। পুজাতে সেনা বাহিনী, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন গয়েন্দা সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পুজা নির্বিঘ্ন করতে সার্বিক সহযোগিতা করায় আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।