logo
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪ ১৪:৩০
শাজাহানপুরে ইসলামী ছাত্রশিবির কর্মী সমাবেশ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শাজাহানপুরে ইসলামী ছাত্রশিবির কর্মী সমাবেশ

বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা পূর্ব শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 


ছাত্রশিবির জেলা পূর্বের সভাপতি জুবায়ের আহমেদ সভাপতিত্বে ও সেক্রেটারি শাহরিয়া বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয়  স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পূর্বের জামায়াতের নায়েবে আমির আব্দুল বাছেদ,শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল লতিফ,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমান,আতাউর রহমান,ছাত্রশিবির জেলা পূর্বের সাবেক সভাপতি আবু সাঈদ প্রমূখ।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।