logo
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৪ ১৪:২৫
গণহত্যায় উসকানিদাতা সাংবাদিকদের অবশ্যই বিচার হবে: উপদেষ্টা নাহিদ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

গণহত্যায় উসকানিদাতা সাংবাদিকদের অবশ্যই বিচার হবে: উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ  ও তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের মধ্যে যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন, গণহত্যার পক্ষে কাজ করেছেন, উসকানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

শনিবার সকালে ঢাকা থেকে রংপুর যাওয়ার প্রাক্কালে নীলফামারীর  সৈয়দপুর বিমানবন্দর  নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কিছু সংবাদ মাধ্যম ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেছেন। এছাড়াও অনেক সংবাদিক যারা ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার  লেখালেখি করেছেন, উসকানি দিয়েছেন। তাদের গণহত্যার দায়ে বিচার করা হবে। এরই মধ্যে কয়েকটি মামলা হয়েছে। এ সব মামলায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। এছাড়া তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। আর যারা এসবের সাথে জড়িত ছিল না তারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। 
নাহিদ ইসলাম বলেন, অন্তর্র্বতীকালীন সরকার গণমাধ্যম, শিক্ষাসহ আরও কিছু সংস্কার কমিশন গঠন করবে। শিগগিরই এর সংস্কারের কার্যক্রম শুরু হবে।
 এ সময় তার সাথে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন। এর আগে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচছা জানান নীলফামারী  জেলা প্রশাসক নায়িরুজ্জামান। ্  এ সময় নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এছাড়াও উপদেষ্টা নাহিদ ইসলামকে বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানান সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। পরে সেখান থেকে তিনি সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।