শনিবার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে বগুড়া পশ্চিম জেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাতুন নবী (সাঃ) মাহফিলে সভাপতিত্ব করেন বগুড়া পশ্চিম জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ মো. মমতাজ উদ্দিন।
উক্ত সিরাতুন নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের প্রধান উপদেষ্টা ও বগুড়া জেলা পশ্চিম শাখার জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবী বিভাগের অধ্যাপক মাওঃ মনিরুজ্জামান ইউসুফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পশ্চিম শাখার জামায়াতের সাবেক আমীর ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, বগুড়া পশ্চিম জেলা ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা মাওঃ আব্দুল হাকিম, সহ-সভাপতি মাওঃ মোফাজ্জল হক, মাওঃ আব্দুল মোমেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, ওলামা মাশায়েখ পরিষদ কাহালু উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার আমীর মাওঃ কাজী ফেরদৌস আলম, সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মাওঃ ইউসূফ আলী প্রমুখ।
বগুড়া পশ্চিম জেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু, নন্দীগ্রাম, আদমদীীঘ, দুপচাঁচিয়া ও শিবগঞ্জ উপজেলার ওলামা মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ।