logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪ ১৪:২৬
পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

নওগাঁর পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, প্রকৌশলী এএম সুলতানুল ইমাম, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, আনসার-ভিডিপি কর্মকর্তা আসাদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল সকলকে সচেতনতার জন্য অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কীত মহড়া প্রদর্শন করেন।