logo
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৪ ১৫:৩৩
পার্বতীপুর অফিসার্স ক্লাবে বিদায় সংবর্ধনা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুর অফিসার্স ক্লাবে বিদায় সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুর অফিসার্স ক্লাবে দু'জন অফিসারের অন্যত্র বদলী হওয়ায় বদলী জনিত  বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে পার্বতীপুর অফিসার্স ক্লাবে এই সংবর্ধনা দেওয়া হয়।

জানা গেছে,অফিসার্স ক্লাব পার্বতীপুর এর আয়োজনে বিদায় সংবর্ধনায় বিদায়ী অতিথি ডা: মো: আতিকুর রহমান,ভেটেরিনারি সার্জন (পদোন্নতি জনিত বদলী) ও চিত্ত রঞ্জন রায়,অফিসার ইনচার্জ,পার্বতীপুর মডেল থানা (টুরিস্ট পুলিশে বদলী)। এই দু'জন অফিসার কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার,পার্বতীপুর। সঞ্চালনায় ছিলেন শহিদুল বারী খান লিখন,সহকারী থানা শিক্ষা অফিসার। বিদায়ী অতিথিদ্বয় ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন ও উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।