বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লালন আঁখড়াবাড়িতে আসতে শুরু করেছেন সাধু ভক্ত-অনুসারীরা।
জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি শারমিন আখতার বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আলোচনা সভা শুরু হবে। এরপর গভীর রাত পর্যন্ত মঞ্চে গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা।