logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪ ১৬:৫৯
ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ ও দুর্গাপূজায় ২ দিন ছুটি
অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ ও দুর্গাপূজায় ২ দিন ছুটি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে।

তালিকা অনুযায়ী, আগামী বছরে সরকারি ছুটি পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতরে পাঁচ দিন করা হয়েছে। এছাড়া, শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি এক দিন করে। ঈদের আগে ও পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে, কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল। উদ্ভুত পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বাড়ানোর প্রস্তাব করে। এটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।