আপডেট : ২০ অক্টোবর, ২০২৪ ১৪:১৬
সড়ক দুর্ঘটনারোধে শিবগঞ্জে নিসচা'র অভিভাবক ও শিশু সমাবেশ অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১ টায় নাগারজার চান্দাইর মোড় মর্নিংসান প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই” শীর্ষক অভিভাবক ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা'র সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মিজানুর রহমানের পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তাসনিমুজ্জামান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাড়িদহ আমিনিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আলমগীর হোসেন,সমাজ সেবক ফরহাদ হোসেন সরকার,মাষ্টার হাফিজার রহমান।
স্বাগত বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নিসচার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান।বক্তব্য রাখেন নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক শফিউল আলম ডিউ,যুগ্ম আহবায়ক কামরুল হাসান,ওমর ফারুক,সদস্য সচিব আসাদুল্লাহ, সদস্য আবু হান্নান, আব্দুর রহিম।
বক্তারা বলেন,ছাত্র-ছাত্রীদের সড়কে চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। প্রত্যেকটি স্কুল-কলেজের শিক্ষার্থীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে।সড়ক পরিবহণ আইন, ট্রাফিক সাইন, রোডসাইন জেনে সড়কে চলাচল করলে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নিসচার সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম,যুব বিষয়ক সম্পাদক সামসুর রহমান,প্রচার সম্পাদক সোহেল রানা,নির্বাহী সদস্য শরিফুল ইসলাম,আব্দুর গফুর প্রমুখ। সমাবেশ শেষে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত সমাবেশে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।