logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪ ১৪:২৮
বগুড়ার সঙ্গিত প্রশিক্ষক আব্দুর রব এর ইন্তেকাল
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার সঙ্গিত প্রশিক্ষক আব্দুর রব এর ইন্তেকাল

বগুড়ার অন্যতম সঙ্গিত প্রশিক্ষক ও কণ্ঠল্পী মো: আব্দুর রব তালুকদার (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সুত্রে জানানো হয়েছে, বগুড়া শহরের মালতীনগর হাইস্কুল রোডের নিজ বাসায় তিনি মস্তিকের রক্তক্ষরনে মারা যান। বাদ মাগরিব নামাজে জানাযা শেষে দক্ষিন বগুড়া ভাইপাগলা মাজারে তাকে দাফন করা হয়।

মরহুমের স্ত্রী এ্যাডভোকেট মোছাঃ রোয়েনা আক্তার শাপলা বগুড়া কোর্টের আইনজীবী। তাদের এক কন্যা রয়েছে। মরহুম আব্দুর রব সঙ্গীত প্রশিক্ষক হিসেবে বগুড়া হিন্দোল একাডেমি তে ছিলেন।