logo
আপডেট : ২১ অক্টোবর, ২০২৪ ১৩:৪১
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান
অনলাইন ডেস্ক

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান

নেপালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সালাহউদ্দীন নোমান চৌধুরীকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

সালাহউদ্দীন নোমান এই পদে থাকা রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। মুহিত আগামী ডিসেম্বরে অবসরে যাচ্ছেন। তিনি দুই বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সালাহউদ্দীন নোমান ২০২০ সালের নভেম্বর থেকে কাঠমান্ডু বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার আগে দিল্লি, ইসলামাবাদ ও নিউ ইয়র্কে কূটনৈতিক দায়িত্বে ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন সালাহউদ্দীন নোমান।