বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখা ১নং বুড়ইল ইউনিয়ন এর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১নং বুড়ইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চাপিলাপাড়ায় এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
১নং বুড়ইল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা জামায়াতে আমীর মাওলানা আনোয়ারুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুব বিভাগের ভারপাপ্ত সভাপতি আবুজার ফটিক, নন্দীগ্রাম উপজেলা সাবেক শিবিরের সভাপতি আব্দুল কাদের, উপজেলা কেয়ারটেকার আলহাজ্ব ফজলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, ১নং বুড়ইল ইউনিয়ন এর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমীর হোসেন আজাদী প্রমুখ।