"ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বগুড়া- নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
এরপর দুপুর ১টায় উপজেলা হলরুমে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মো: জামাল হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা ইঞ্জিনিয়ার ইজাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন, কুন্দারহাট হাইওয়ে পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রউফ। নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম আলম, আনোয়ার হোসেন,নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য তানসেন আলী মন্টু, সুমন কুমার নিতাই, নাজমুস সাহাদত, আজিজার রহমান সবুজ, মো: সিদ্দিক, আব্দুল বারিক, আব্দুল মতিন, আশিক আহমেদ, নবির শেখ, আবু সাইদ খন্দকার, মো: মামুনুর,মো: হাবিল, জীবন কুমার, মো: আলামিন, সোহান ইসলাম, আবু সাইম, মিলন হোসেন, বেলাল হোসেন, শারফুদ্দিন মাহমুদ খান, শিক্ষক আব্দুল বারি, ফিরোজ কবির, খায়রুল ইসলাম, মো: রাসেল, মাহফুজ ইসলাম প্রমুখ।