আপডেট : ২৭ অক্টোবর, ২০২৪ ১৩:৩০
শিবগঞ্জে দলিল লেখক সমিতির আর্থিক অনুদান প্রদান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে দলিল লেখক সমিতির পক্ষ থেকে দলিল লেখক মৃতঃ ইউছুফ আলীর পরিবারকে এককালীন নগদ ১লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এই অনুদানের অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিসিক এর পরিচালক মীর শাহে আলম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ছোলাইমান আলী, সাধারন সম্পাদক মোঃ আহসান হাবীব, উপজেলা যুবদল সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার খালিদ হাসান আরমানসহ দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ।