logo
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৪ ১৪:৩০
শাজাহানপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগের লগি-বৈঠার নির্মম আক্রমণের ১৮ বছর পরে বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার জামায়াতে ইসলামী নেতা-কর্মীরা।
 
সোমবার বিকাল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
 
সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল লতিফ প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ।
 
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাঝিড়া ইউপি সাবেক চেয়ারম্যান ও আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মাও: শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি  তারেকুল ইসলাম তারেক,কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রহমান,মাওঃ আনোয়ারুজ্জামান আনোয়ার,প্রভাষক কাওছার আলী, মাওঃ আব্দুল মমিন,মাওঃ আব্দুর রশিদ, উপজেলা জামায়াত নেতা আব্দুস সাত্তার, আব্দুর রহমান, ফজলুল হক, ডা. সালেকুর রহমান, আব্দুর রউফ, আব্দুর রহিম, লুৎফর রহমান, নজরুল ইসলাম, শামছুল ইসলাম, আব্দুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের  উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, কাজী সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির নেতা আহসান হাবীব,যোবায়ের হোসেন,মামুনুর রশীদ,শাকিনুর ইসলাম প্রমূখ।
 
সমাবেশ বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খুনি হাসিনার নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা দিয়ে জামায়াত-শিবিরের নিরীহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য মানুষকে আহত ও নিহত করে। সেই সব আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।