logo
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৪ ১৪:৫৪
তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়ার শাখার বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার

তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়ার শাখার বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়ার উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শেষ হয়েছে। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তরা বলেন, তানযীমুল উম্মাহ মাদরাসা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ফলে পাঠ্য বই এর পাশাপাশি বাস্ত শিক্ষায় এখানকার শিক্ষার্থীরা গড়ে উঠছে। প্রতিষ্ঠানটির

বগুড়ায় তাদের ৫টি ক্যাম্পাসে প্রায় দুই হাজার শিক্ষার্থীদের ইসলামী শিক্ষার পাশাপাশি ইংলিশ, বিজ্ঞান এবং গণিতে সর্বচ্চো গুরুত্ব দিয়ে লেখাপড়া করানো হয়। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি বগুড়া তথা উত্তরাঞ্চলের মানুষের প্রিয় প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসেছে। প্রতি বছর তারা এসব অনুষ্ঠানে বিজয়ী এবং লেখাপড়ায় ভালো করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

শিল্পী এনামুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল্লাহ মো: আল আমিন, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসেন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রংপুর শাখার অধ্যক্ষ হাফেজ মহিউদ্দিন। সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল লতিফ। বগুড়া জামিল মাদ্রাসার সহকারি প্রধান মাওলানা আতাউল্লাহ নিজামী। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রাজশাহী শাখার অধ্যক্ষ মাসউদুর রহমানসহ তানযীমুল উম্মাহ মাদরাসার শিক্ষক, অভিভাবকবৃন্দ।