অক্টোবরের ফিফা উইন্ডোতে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। নভেম্বরে অবশ্য মালদ্বীপের সঙ্গে আছে জোড়া ম্যাচ। ম্যাচ দুটিকে সামনে রেখে আজ বুধবার (৩০ অক্টোবর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে, এটি পূর্ণাঙ্গ দল নয়।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষে দলের বাকি ফুটবলারদের নাম ঘোষণা করবেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
ঢাকার কিংস অ্যারেনায় আগামী ১৩ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশের অনুশীলন শুরু হবে ১ নভেম্বর থেকে। এর আগে ঘোষিত দলে রাখা হয়নি অধিনায়ক জামালকে। তাই, ম্যাচ দুটিতে নিশ্চিতভাবে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফিফা র্যাঙ্কিংয়ে সম্প্রতি এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ১৮৬ থেকে ১৮৫ নম্বরে জায়গা করে নেয় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি তাই বাংলাদেশের সামনে সুযোগ র্যাঙ্কিংয়ে পয়েন্ট আরও বাড়ানোর।
১৬ জনের আংশিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেইন
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শকিল হোসেইন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম