logo
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪ ১৪:৩৬
সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবান্ন দেয়ালিকা প্রকাশ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবান্ন দেয়ালিকা প্রকাশ

নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেমন্ত ঋতুভিত্তিক “নবান্ন” নামে একটি দেয়ালিকা প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে এটি প্রকাশ করা হয়। সৈয়দপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা উপস্থিত থেকে এটির শুভ উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলী রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত নবান্ন দেয়ালিকায় গ্রাম্য বাংলা নবান্ন উৎসব ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা ছড়া ও কবিতা এবং তাদের হাতে আঁকা ছবি স্থান পেয়েছে। শিক্ষার্থীরা তাদের আঁকা ছবিতে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম উৎসব নবান্নের চিরচেনা দৃশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলী রহমান বলেন, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছোট ছোট শিশুদের প্রতিভাকে জাগ্রত করার মানসে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীরা ছবিতে গ্রামীণ জনপদের নবান্ন উৎসবকে অনেক সুচারুভাবে তুলে ধরেছেন।

সৈয়দপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা বলেন, এক সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব ছিল নবান্ন উৎসব। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে এ নবান্ন উৎসবকে ঘিরে।  এ উৎসব বাঙালি জাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। কিন্তু কালের পরিক্রমায় আজ তা হারিয়ে যেতে বসেছে। এখন গ্রামগঞ্জে আর সেদিন নেই। এখন মহাধুমধামে নবান্ন উৎসব পালন  করা হয় না। ফলে শিশুরা এ উৎসব সম্পর্কে বিশদ জানে না।  এ উৎসবের ইতিহাস আজকের শিশুরা বাবা-মা, দাদা-দাদী ও নানা-নানীর মুখে শুনে থাকে।