প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সাথে মঙ্গলবার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নির্বাহী পরিচালক অধ্যাপক ড.হোসনে আরা বেগম।
বাংলাদেশের প্রথম সারির এনজিও যা মূলত নারী ও শিশু উন্নয়ন, মহিলা মতায়নের ল্েয স্বনির্ভর আদলে জন্ম হয়ে অব্যহৃত সম্পদ, বেকার জনগণের দ্বারা ব্যবহার করে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কর্ম এরিয়া বৃহত্তর বগুড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন সামাজিক বাণিজ্যের উদ্ভাবক, বাংলাদেশের একমাত্র নবেল লরিয়েট যিনি তাঁর প্রতিষ্ঠান থেকে দুইজন ঋণ কার্যক্রমে বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সম্ভাবনা অনুভব করে লিয়েনে ন্যস্ত করাসহ টিএমএসএস-কে বহুমুখী পৃষ্ঠপোষকতা করে আসছেন।
গত ২৯ শে অক্টোবর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডেকে হোসনে আরা বেগমের নিকট জানতে চাইলেন- তুমি কেমন আছো, বিশাল টিএমএসএস কেমন চলছে, বাংলাদেশ কেমন চলছে, কি করা দরকার। উত্তরে হোসনে আরা বেগম বলেন, যতো কষ্ট কেশ হোক না কেন, আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আপনার প্রবর্তিত টিএমএসএস এর সামাজিক বাণিজ্য মালিকানাধীন লভ্যাংশভোগী বাণিজ্যের সাথে সমআইনে ভ্যাট-ট্যাক্সের আওতায় থেকে সামাজিক বাণিজ্যের সুফল লতি জনগোষ্ঠী ভোগ করতে পারছে না। নারী উদ্যোক্তাদের জন্য নীতি সহায়তা, অর্থ সহায়তা সাবলীল নয়। অনুন্নয়ন অঞ্চল, উন্নত অঞ্চলের জন্য সুযোগ ও শাসন সমহারে থাকায় অনুন্নত অঞ্চলের মানুষ সুযোগ গ্রহণে অসামর্থ। নদী-নালা, বিল-গাড়ির কচুরিপানা, কিচেনের পচনশীল বজ্যের দ্বারা জৈবসার প্রস্তুত করে সার রপ্তানি কমে দিয়ে প্রস্তুতকারীদেরকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না, ব্যাংক-এনজিও লিংকেজ লোন এমএফআই -গণকে মেয়াদি আমানত সংগ্রহ করার উন্মুক্ত অনুমতি নাই। ফলে আন ব্যাংক অর্থ ঘরে ঘরে অলস থাকছে। মাইক্রো অর্থনীতি জোরদার করলে মেজো, মেগা, সুপার মেগা অর্থনীতি জোরদার হবে, গরিবী যাদুঘরে যাবে ইত্যাদি বিস্তারিত বিষয় উৎসুক ও আনন্দচিত্তে গভীর মনোযোগ দিয়ে শুনে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বাস্তবায়ন করার অভিপ্রায় ব্যক্ত করেন।