“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস/২৪ইং উপলক্ষে শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) রেবেকা সুলতানা ডলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, কাহালু থানার এস আই অমিনুল ইসলাম, কাহালু পোনামাছ উৎপাদনকারী মৎস্য সমবায় সমিতির লিঃ এর সভাপতি আব্দুর রাজ্জাক, সমবায় অফিসের পরিদর্শক গোলাম মোস্তফা, সমবায়ী আব্দুল আলীম, ইদ্রিস আলী, আব্দুল লতিফ (শিশির), আরিফুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি/সাধারণ সম্পাদক সহ অনান্য সদস্যবৃন্দ।
র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভাা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান।