logo
আপডেট : ২ নভেম্বর, ২০২৪ ১৪:৩১
পার্বতীপুর উপজেলা জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুর উপজেলা জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে "২৮ অক্টোবর ২০০৬ পল্টন ট্রাজেডি দিবস" উপলক্ষে বাংলাদেশ জমায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে পার্বতীপুর পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে  এ সভা  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আমীর মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস ড. এনামুল হক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামাতের নায়েবে আমীর,মোঃ সাইদুল ইসলাম,জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা  সভাপতি ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতা কর্মী মিছিল স্লোগানে সভাস্থলে সমবেত হয়।