"সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি পালনের শুরুতেই জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয় এবং একটি রেলী বের করা হয় । দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদর হল রুমে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)খালেদ বিন মনসুর।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস অ্যান্ড সাপ্লাই সোসাইটি লিঃ এর সভাপতি হারুন অর রশিদ,এসডিএফ এর পরিচালক তাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার নয় জন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।