logo
আপডেট : ৩ নভেম্বর, ২০২৪ ১৪:২০
সৈয়দপুর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের অফিস উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের অফিস উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের নতুন অফিস উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর শিল্প সাহিত্য মার্কেটের তৃতীয় তলায় ওই নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।

সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন এবং সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ  মাওলানা মো. আহম্মদ আলী সরকার, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মসিউর রহমান, সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেন, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার প্রমুখ।

এরআগে প্রধান অতিথি নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের 
সদস্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাাফিজুর রহমান বলেন, শিক্ষকতা পেশা একটি মহান ও সম্মানিত পেশা। তাই এ পেশার যথাযথ সম্মান আমাদের ধরে রাখতে হবে। সেই সঙ্গে শিক্ষকদের সঙ্গে ছাত্র ও অভিভাবকদের পারস্পরিক সম্পর্কোন্নয়ন ঘটাতে হবে।